মোহাম্মদিয়া আজিজিয়া এশাতুল উলুম হিফজ ও এতিমখানার বৈশিষ্ট্য
চিটাগাং এর মধ্যে ভালো একটি এতিমখানা মাদ্রাসা
বালুচরা মাদ্রাসা
মোহাম্মদিয়া আজিজিয়া এশাতুল উলুম হিফজ ও এতিমখানা
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

চিটাগাং এর মধ্যে ভালো একটি এতিমখানা মাদ্রাসা
আবাসিক ,অনাবাসিক, ডে কেয়ার।

আমাদের স্বকীয় বৈশিষ্ট্য
- অভিজ্ঞ, ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে শিক্ষাদান।
- প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত শিক্ষাদান।
- সকল শিক্ষার্থীদের কে কোরআন শরীফ মাসায়েল ও প্রেকটিকেল নামাজ শিক্ষা ব্যবস্থা।
- অভিভাবকের মতামতকে মূল্যায়ন অনিয়মিত অভিভাবক সমাবেশের ব্যবস্থা। (প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বাদ মাগরিব)
- ইসলামি অনুশাসন এবং সুন্নতে নববীর বাস্তব অনুশীলন অনুসরণ।
- শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের স্তর অনুসারে আরবি, ইংরেজি, বাংলা ভাষায় বক্তব্য ইসলামী সংগীত আবৃত্তি, ইত্যাদি বিষয় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন।
- দুর্বল ছাত্র-ছাত্রীদের কে বিশেষ তত্ত্বাবধায়ন এবং নিয়মিত ক্লাস মনিটরিং।
- শিক্ষার্থীদের Spoken English ও Spoken Arabic এ দক্ষ করে তোলা।
- খেলাধুলা এবং বিনোদন এর ব্যবস্থা সহ প্রতিযোগিতার পুরস্কার প্রদান।
- অভিভাবক ও প্রবাসীদের সন্তানের অভিভাবকত্ব গ্রহন।
- মেধাবী, ও এতিম ছাত্রদের জন্য বিশেষ সুবিধা সম্পূর্ণ ফ্রি/হাফ ফ্রি থাকা-খাওয়ার সু-ব্যবস্থা। ছাত্র-ছাত্রীদের জন্য চিকিৎসার ব্যবস্থা।
- বয়স্কদের জন্য সহিহ্ কুরআন শিক্ষা চালু প্রতিদিন মাগরিব এবং এশার নামাজের পর।
বিশেষ দ্রষ্টব্যঃ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য তাদের সময় অনুযায়ী সহিহ্ কোরআন শিক্ষা ।
বিভাগসমূহ
- হেফজ বিভাগ।
- নাজেরা বিভাগ (হেফজের প্রস্তুতিমূলক)।
- নূরানী বিভাগ।
- কিতাব বিভাগ
- প্লে-৫ম থেকে পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত।
- শর্ট কোর্স (মুতাফাররেকা) পর্যায়ক্রমে মিশকাত পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী
বিনামূল্যে ভর্তি ফরম সংগ্রহ-
ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে
-
জাতীয়তা সনদের মূল কপি।
-
জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
-
অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটো কপি।
-
পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দুই কপি।
জাতীয়তা সনদের মূল কপি।
জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটো কপি।
পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দুই কপি।
No comments