চট্টগ্রামের সেরা এতিমখানা মাদ্রাসার পরিচিতি

মোহাম্মদিয়া আজিজিয়া এশাতুল উলুম হিফজ ও এতিমখানা 

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি এতিমখানা শিক্ষাপ্রতিষ্ঠান। best atim khan madrasa in chittagong
মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম আনসারী

আসসালামুআলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

 সম্মানিত মুসলিম ভাই -বোন, সাহায্য সংস্থা ও দ্বীন দরদী প্রিয় দেশবাসী,

 মহান রাব্বুল আলামিনের অনন্ত অসীম রহমত ও বরকত এর উপরএকান্ত নির্ভর করে এবং তাজেদারে মদিনা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইসলামী শিক্ষা বাস্তবায়নে অত্র দ্বীনি, ইসলামী ও আমলী শিক্ষা প্রতিষ্ঠান 2012 সালে স্থপিত হয় বালুচড়া এলাকায়। অসহায় ছেলে-মেয়েদের নিরক্ষরতার অভিশাপ থেকে করে দুষণমুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে এবং মুসলমানের ঈমান, আকিদা,তাহজিব, তামাদ্দুন, সমুন্নত রাখার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন তরিকতের উজ্জ্বল নক্ষত্র অলিকুল শিরোমনি বড় হুজুর আলহাজ্ব মাওলানা এনামুল হক সাহেব (রহঃ)এর নূরে নজর পীরে কামেল, শাহ সুফি আলহাজ্ব মাওলানা এনামুল হক(দাঃবাঃ) সাহেব খাগরিয়া। কুতুবে জামান পীরে কামেল আলহাজ্ব মাওলানা শামসুদ্দোহা চৌধুরী সাহেব (দাঃবাঃ) বালুচরা। আলহাজ্ব হযরত মাওলানা কবির আহমদ সাহেব (দাঃবাঃ) সাবেক খতিব বালুচড়া বাইতুল কাদের জামে মসজিদ। আলহাজ্ব হযরত মাওলানা আবুল বাশার সাহেব (দাঃবাঃ) বালুচড়া। দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য আলাদিন আল্লামা মোহাম্মদ আলী সাহেব (দাঃবাঃ) প্রতিষ্ঠাতা পরিচালক ফারুকে আজম রাঃ ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানা। দক্ষিণ জলদি, বাঁশখালী। আলহাজ্ব জসিম উদ্দিন সাহেব বিশিষ্ট সমাজ সেবক বালুচরা। আলহাজ্ব শাহেদ ইকবাল বাবু সাহেব সফল কাউন্সিলর 2 নং জালালাবাদ ওয়ার্ড। আলহাজ্ব মোঃ মাহবুব আলম সাহেব বিশিষ্ট সমাজ সেবক বালুচরা।জনাব মিজান সাহেব বিশিষ্ট সমাজসেবক বালুচড়া। বাদশা সওদাগর বিশিষ্ট সমাজ সেবক বালুচরা। আলহাজ্ব আব্দুল মালেক সাহেব বালুচর‍া। কতৃক নামকরণ করেন মোহাম্মদিয়া আজিজিয়া এশাতুল উলুম মাদ্রাসা হিফজ ও এতিমখানা

আলহামদুলিল্লাহ বর্তমানে ৬ জন ট্রেনিংপ্রাপ্ত আলেম হাফেজ শিক্ষক দ্বারা নূরানী/নাজেরা,সহ জামায়াতে হাপ্তুম/ পঞ্চম শ্রেণি পর্যন্ত হিফজ বিভাগ, কেরাত ও তাজবীদ মনোরম পরিবেশে উত্তমরূপে লেখা পড়া চলছে।বর্তমানে হিফজ ও এতিমখানায় 180 জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। এদের মধ্যে 40 জন ছাত্র এতিম, মিসকিন রয়েছে।তাদের যাবতীয় খরপোষ, কিতাব, খাতা, ঔষধ, চিকিৎসা, ইত্যাদি মাদ্রাসা ও এতিমখানার লিল্লাহ ফান্ড হতে বহন করা হয় ।মাদ্রাসার নিজস্ব কোন মসজিদ না থাকায় এতিমখানার ছাত্র ও এলাকার বয়স্ক লোককে মহাসড়কের ওপর পাশে অবস্থিত মসজিদে নামাজ আদায় করতে যেতে হয়। এর ফলে দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে। তাই মাদ্রাসার 40 ফুট দৈর্ঘ্য 20 ফুট প্রস্থ মসজিদ এর প্রয়োজন। এছাড়া একটি 50 ফুট দৈর্ঘ্য ১৫ফুট প্রস্থ ছাত্রাবাসের প্রয়োজন।


বিনিত অনুরোধ

অতএব ধর্মপ্রাণ মুসলিম সাহায্য সংস্থার প্রতি সবিনয় আবেদন এই এতিম খানা মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক সাহায্য-সহযোগিতা এককালীন চাঁদা, যাকাত-ফিতরা, কোরবানির চামড়া, ইত্যাদি দ্বারা ইসলামের সুমহান খেদমত করে ইহ ও পরকালের মঙ্গল করতে মর্জি করিবেন।

(আমিন, ইয়া রাব্বুল আলামিন)

 আরজগুজার 

মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম আনসারী 

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি এতিমখানা শিক্ষাপ্রতিষ্ঠান। best atim khan madrasa in chittagong

প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদিয়া আজিজিয়া এতিমখানাযোগাযোগঃ০১৪১৩-১৮২৮২০/০১৯৩৯-২৪২১৭৩বালুচরা, আনোয়ারুল আজিম সড়ক, (রেল লাইনের পূর্ব পার্শে)জালালাবাদ, বায়োজিদ,চট্রগ্রাম।

No comments

Powered by Blogger.